গোপালগঞ্জ জেলার অর্ন্তগত মুকসুদপুর উপজেলাধীন গোহালা ইউনিয়নের প্রাণকেন্দ্রে গোহালায় ৬.৪১ একর জমির উপর অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। বর্তমানে অত্র বিদ্যালয়টিতে ২৪X২২ বর্গফুটের 8টি কক্ষ বিশিষ্ট একটি দ্বিতল ভবন, ২৫X ১৭ বর্গফুটের ৩ টি কক্ষ বিশিষ্টি ১টি আধা পাকা ভবন, এছাড়া ৫ টি কক্ষ বিশিষ্ট ৯০X ১৮ বর্গফুটের একটি টিনের ঘর, ১ টি বিজ্ঞানাগার এবং ২ টি ছাত্রাবাস রয়েছে । বিদ্যালয়ের সম্মুখ ভাগে ১টি বড় খেলা মাঠও রয়েছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস