অবস্থানঃ গোহালা ইউনিয়ন পরিষদ কার্যালয় টি উপজেলা সদর হতে প্রায় ১৬
কিঃমিঃ দক্ষিণ- পূর্ব দিকে গোহালা বাজারে অবস্থিত । ইউনিয়ন পরিষদ টির
উত্তরে দিগনগর ইউপি, দক্ষিণে খালিয়া ইউপি, পূর্বে রাঘদী ইউপি এবং
পশ্চিমে ননীক্ষীর ইউপি অবস্থিত ।
আয়তন : ১৪.৭০ বর্গ কিঃমিঃ ।
জেলা সদর হতে দুরত্ব : ৪৪ কিঃমিঃ
উপজেলা সদর হতে দুরত্ব : ২৬ কিঃমিঃ
ওয়ার্ড সংখ্যা : ০৯ টি ।
মৌজা : ১৪ টি ।
গ্রামঃ :২১ টি ।
লোকসখ্যা : মোট- ২০,৫৩৪ জন ( ২০১১ এর আদমশুমারী অনুযায়ী )
হাট বাজরের সংখ্যা : ৬ টি ।
পোষ্ট অফিসের সংখ্যা : ২টি ।
কমিউনিটি ক্লিনিক : ৩ টি ।
ইউনিয়ন স্বাস্থ্য ও : ১ টি ।
পরিবার কল্যান কেন্দ্র
মসজিদ : ৪২ টি ।
মন্দির : ১৮ টি ।
শিক্ষা প্রতিষ্ঠানঃ মাধ্যমিক বিদ্যালয়- ০২ টি,
নিম্ন মাধ্যমিক- ০১ টি ,
সরকারী প্রাঃ বিদ্যালয়- ১১ টি,
আলিয়া মাদ্রাসা- ০১টি,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস